বর্তমান চাকুরীর বাজারে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি অন্যান্য প্রোগ্রাম, কম্পিটিশন, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি কার্যক্রমের বিকল্প কিছু নেই। তবে আমাদের অনেকের জন্যই কোথায় কিভাবে এই কাজগুলো শুরু করবো তা ঠিক করা বিভ্রান্তিকর হয়ে পরে । আবার কোন প্রোগ্রামটা কিভাবে করলে নিজেকে বর্তমান চাকুরীর বাজারে উপস্থাপন করতে হবে তা অনেকেই জানে না ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিজনেস কম্পিটিশনে সাফল্যের সাথে অংশগ্রহনের দক্ষতা অর্জন করে কিভাবে নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে হয় তা শিখে নিন এই ট্রেনিং সেশন এ।
সুফলঃ
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরা
• ক্যারিয়ার এর ক্ষেত্রে নিজের যোগ্যতা বৃদ্ধি করা
• বিভিন্ন কোম্পানির বিজনেস কীভাবে কাজ করে তার খুঁটিনাটি জানা
• নিজের নেটওয়ার্ক ও ব্যক্তিগত আত্মবিশ্বাস বৃদ্ধি করা
• বড় মাপের কোম্পানির নিয়োগ যুদ্ধে এগিয়ে থাকা
Overcome the Fear of speaking, Formulate the Right message ...
Next Stage/ CareerThis workshop has been designed for the Fresh Graduates and ...
Next Stage/ Career