আজকাল অনলাইন মার্কেটিং এর কথা আসলেই মুখে আসে এফিলিয়েট মার্কেটিং এর কথা। প্রথমে জানা যাক, এফিলিয়েট কী? এফিলিয়েট আপনি অর্থাৎ মার্কেটার যিনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কোন একটা পন্য অথবা সেবা অনলাইনে মার্কেটিং করে বিক্রির একটি অংশ কমিশন হিসেবে এফিলিয়েট অর্থাৎ মার্কেটার আয় করে। কিন্তু, ইদানিং আরেক ধরনের এফিলিয়েট মার্কেটিং এর কথা শোনা যায়, যার মাধ্যমে এফিলিয়েট অর্থাৎ মার্কেটার পন্য বা সেবাটি বিক্রি না করেও আয় করতে পারে। আর এর নাম CPA Affiliate Marketing বা CPA Marketing।
CPA অর্থ Cost Per Action। CPA এমন এক মার্কেটিং কৌশল যার মাধ্যমে সাইট ভিজিটরদের বিভিন্ন ACTION নিতে উদ্বুদ্ধ করা হয়, যেমন - কোন ফরম পুরন, অ্যাকাউন্ট খোলা, নিউজলেটার এর জন্য ইমেইল সংগ্রহ, টুলবার, সফটওয়্যার বা গেম ডাঊণলোড ইত্যাদি।
কেন CPA Marketing করে পণ্য বিক্রি ছাড়াই আয় করা যায়
পণ্য বিক্রি না হলেও CPA Marketing করে সম্ভাব্য ক্রেতার সংগে যোগাযোগের তথ্য পাওয়া যায়, যাকে বলা হয় সেলস লিড। CPA Marketing এর মাধ্যমে ক্লায়েন্ট সেলস লিড তৈরি করে, যার উদ্দেশ্য ভবিষ্যৎ কাস্টমার তৈরি।
সুতরাং, CPA Marketing এর মাধ্যমে ক্লায়েন্ট এর জন্য সেলস লিড তৈরি করে আয় করা যায়।
What Will You Learn?
* How to Find the Best CPA Networks
* How to Choose the MOST PROFITABLE CPA Offer to Promote
* Tips to Get Accepted in the BEST CPA Networks
* How to Drive Massive Traffic to Your CPA Offers with FREE and Paid Traffic
* How to Earn with CPA Marketing
* Teach You the Mindset You Need To Be Successful Online