কন্টেন্ট হল মার্কেটিং এর প্রাণ। কন্টেন্ট অনেক রকমের হতে পারে, যেমন – আর্টিকেল সহ বিভিন্ন রকমের লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। আর মার্কেটিং অর্থ বিপণন বা প্রচার। এই দুইয়ে মিলে কন্টেন্ট মার্কেটিং এমন কৌশলগত বিপণন ব্যাবস্থা যার উদ্দেশ্য সময়োপযোগী, প্রাসঙ্গিক ও বিষয় ভিত্তিক কন্টেন্ট যেমন আর্টিকেল সহ বিভিন্ন রকমের লেখা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি মার্কেটিং এর মাধ্যমে - (১) একটি সুনির্দিষ্ট বিষয়ে আগ্রহী সম্ভাব্য ক্রেতার মনোযোগ আকর্ষণ করা; (২) প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে ক্রেতার সমস্যা সমাধান করা; (৩) ক্রেতাকে পন্য অথবা সেবাটি কিনতে সহায়তা করা।
এই কোর্সে আমরা যা শিখব, তা হলঃ
১) বিভিন্ন রকমের কন্টেন্ট সম্পর্কে জানব
২) কন্টেন্ট গুলো কিভাবে তৈরি করে তা জানব
৩) কিভাবে কন্টেন্ট গুলো মার্কেটিং করে তা জানব
৪) কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো কি
৫) Google Plus,LinkedIn, Youtube, Twitter & Instagram ও Facebook কন্টেন্ট মার্কেটিং কৌশল
৬) Content marketing KPI measurement Tools
৭) সবশেষে কন্টেন্ট মার্কেটিং করে কিভাবে অনলাইন মার্কেট প্লেসে আয় করা যায়।